কাল টিকার দ্বিতীয় ডোজ নেবেন বেগম জিয়া

কাল টিকার দ্বিতীয় ডোজ টিকা নেবেন বেগম জিয়া
কাল টিকার দ্বিতীয় ডোজ টিকা নেবেন বেগম জিয়া  © ফাইল ছবি

প্রথম ডোজ নেওয়ার পর আগামীকাল বুধবার করোনা টিকার দ্বিতীয় ডোজ নেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বুধবার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। এর আগে গত ১৯ জুলাই তিনি করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

টিকা নিতে যাওয়ার সময় নিরাপত্তা দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে একটি চিঠি দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এর আগে, গত ১৯ জুলাই (সোমবার) করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রথম ডোজও রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালেই নিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ