তালেবানের ক্ষমতা দখল বাংলাদেশে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন  © ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলে দেশটির পরিস্থিতি এখন থমথমে। বাংলাদেশ সার্কভুক্ত দেশটির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তালেবানের ক্ষমতা দখল কিংবা কাবুলে ক্ষমতার পট পরিবর্তনে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে না।

দেশটিতে চলমান দখলদারিত্বের মধ্যে রবিবার দেশের গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে আমরা এখন চিন্তিত নই, কিন্তু আমরা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছি।

তালেবান সরকার গঠন করলে বাংলাদেশ সমর্থন দেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে যায় দেখা যাক।

তালেবান ক্ষমতা দখল করলে বাংলাদেশের ওপর প্রভাব পড়বে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না এটা বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব পড়বে। তবে কেউ কেউ এর মাধ্যমে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করবে। আমরা এ বিষয়ে সতর্ক আছি।


সর্বশেষ সংবাদ