দেশে কাজের কোন অভাব নেই: পরিকল্পনামন্ত্রী
- বাসস
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৭:৫৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২১, ০৭:৫৬ PM
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কাজ করা মন্দের কিছুনা। যে কাজই করেননা কেন- সে কাজই সম্মানের, নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে, বাংলাদেশে এখন কাজের অভাব নেই।
আজ শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, যেকোন দুর্যোগে ভয়ের কিছু নেই, সবসময়ই জনগণের সুখে দুঃখে সরকার পাশে ছিলো, পাশে আছে। তিনি বলেন, শুধু সরকারের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে।
বর্তমান সরকারের নেতৃত্ব তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে বলে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা চিকিৎসার নিশ্চয়তা হয়েছে। মানুষের নাগরিক সবধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার জন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান।