৩ বিষয়ে এখনই বিধিনিষেধ চায় কারিগরি পরামর্শক কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৭:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২১, ০৭:৫১ PM
টানা ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শেষে গত ১১ আগস্ট থেকে শিথিল করেছে সরকার। লকডাউন শিথিল করলেও তিনটি বিষয়ে এখনই বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তিন পরামর্শের কথা জানান কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।
তিনি বলেন, সরকার লকডাউন শিথিল করলেও তিনটি বিষয় এখনই বিধিনিষেধ আরোপ করতে হবে। এগুলো হলো পর্যটন কেন্দ্রগুলো না খোলা, সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা এবং হোটেল-রেস্তোরা খোলা থাকলেও সেখানে যেন বসে খাওয়া-দাওয়া, আড্ডা না হয় সেটি নিশ্চিত করা।
অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা আরও বলেন, সরকারকে আমরা বিশেষ ভাবে বলেছি তারা যেন এই তিনটি বিষয়ের উপর বিধিনিষেধ আরোপ করে। আমাদের আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। সে অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর নয়তো বড় কোনো বিপদের মুখোমুখি হতে হবে- এমন শঙ্কার কথাও জানান তিনি।