বিধিনিষেধ তুলে নেওয়ায় পরামর্শক কমিটির উদ্বেগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১১:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২১, ১২:০০ AM
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই বিধিনিষেধ তুলে নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিধিনিষেধ শিথিল করায় সংক্রমণ বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক সহিদুল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে সরকার একটু তাড়াহুড়ো করেছে। ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত লকডাউন কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশের মতো জায়গা বন্ধ ছিল। তবে এখন সবই উন্মুক্ত। এতে করে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। এই অবস্থায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানানো হয়েছে।