চারতলার কার্নিশে তরুণী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চারতলার কার্নিশ থেকে তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
চারতলার কার্নিশ থেকে তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস  © সংগৃহীত

রাজধানীর ভাটারায় আটতলা একটি ভবনের চারতলার কার্নিশে আটকে থাকা সুখী (২০) নামে এক তরুণীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আজ রোববার রাত ৮টায় মেয়েটিকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।

তিনি জানান, আমরা সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে খবর পাই ভাটারা বাগানবাড়ি এলাকার একটি ভবনের চারতলার কার্নিশে এক তরুণী আটকে আছে। পরে আমাদের বারিধারা স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভবনের গ্রিল কেটে ওই তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পর ওই তরুণীকে আমরা পুলিশের কাছে বুঝিয়ে দেই।

ভাটারা থানার উপ-পরিদর্শক মো. ইস্কান্দার বলেন, উদ্ধার হওয়া তরুণী মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এর আগেও এই তরুণী আশেপাশের বাসায় ঢুকে গিয়েছিল অনেক বার। পরে সেখানে গিয়ে তার পরিবারের লোকজন নিয়ে আসত।

পড়ুন: বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক প্রেমিকের আত্মহত্যা ঠেকাতে রুদ্ধশ্বাস অভিযান

এর আগে, এদিন সন্ধ্যার দিকে সবার অগোচরে সে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। পরে ভবনের একজন তা দেখতে পান।

ভবন মালিকের ছেলে সাজিদ হোসেন বলেন, ওই তরুণী তাদের বাসার সামনে থাকে। তবে ভবনের বাইরের দিক থেকে সে কেন ও কিভাবে চারতলা পর্যন্ত উঠে গেল, তা বোঝা যাচ্ছে না। পরে তরুণীকে উদ্ধার করার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ