ফেসবুকে লাইভে এসে নদীতে ডাইভ, তলিয়ে গেলো কলেজছাত্র

ফেসবুক লাইভে যেয়ে নদীতে ডাইভ
ফেসবুক লাইভে যেয়ে নদীতে ডাইভ  © ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় ফেসবুক লাইভে যেয়ে নদীতে ডাইভ দিতে গিয়ে তলিয়ে গেছে ইমন আলী নামে এক কলেজছাত্র। এ ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ইমনের মরদেহের। তার মরদেহ উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরি দল রওনা হয়েছে বলে জানা গেছে।

ইমন পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর পঙ্গু নিকেতনের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে বলে জানান ওসি নজরুল ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনার সময় একটি ভিডিও লাইভ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার পর নলডাঙ্গা থানা পুলিশ অনুসন্ধান চালিয়েও উদ্ধার করতে পারেনি কলেজছাত্র ইমনকে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার হলুদঘর এলাকার সিরাজুল ইসলামের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বারনই নদীতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের সাথে নদীতে ডাইভ দিতে যায়। এক পর্যায়ে ডাইভ দেয়ার সাথে সাথেই অচেতন অবস্থায় প্রথমে ভেসে উঠে।
পরে নদীর পানিতে তলিয়ে যায়। বিকালে পরিবারের সদস্যরা ইমনকে খুঁজতে খুঁজতে নদীর ধারে তার সাইকেল ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে কান্না শুরু করে। এছাড়া ফেসবুক লাইভের ওই ভিডিওতেও দেখা যায়, ইমন সাইকেল রেখে নদীতে ডাইভ দিয়ে তলিয়ে যায়।

এদিকে ভিডিওতে দেখা যায়, বর্ষায় নদীতে নতুন পানি আসায় বিভিন্ন বয়সী মানুষ ও শিশুরা নদীতে ঝাঁপ দিচ্ছিল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিডি ভিলেজ লাইভ নামে একটি পেজ থেকে লাইভ করা হচ্ছিল সেই দৃশ্য। এতে দেখা যায়, নীল গেঞ্জি ও লুঙ্গি পরে এক যুবক সাইকেল নিয়ে সেখানে আসে। পরে নদীর পাড়ে সাইকেল রেখে দৌড়ে গিয়ে নদীতে লাফ দেয় সে। ডিগবাজি স্টাইলে ডাইভ দিয়ে পড়ার সময় তার মাথাটা নিচে আর শরীরের নীচের অংশটা থাকে উপরে। লাফ দেয়ার পর ওঠে তার দেহ। ভাসতে ভাসতে কিছুদূর যাওয়ার পর ধীরে ধীরে তলিয়ে যায় সে।


সর্বশেষ সংবাদ