রাজধানীতে টিকার জন্য প্রবাসীদের বিক্ষোভ

করোনার টিকা
করোনার টিকা  © ফাইল ফটো

করোনাভাইরাস প্রতিরোধী টিকা না পেয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। প্রবাসীদের অনেকে বলেছেন, তারা টিকা পেতে নিবন্ধন করেছেন। কিন্তু তাদের কাছে কোনো এসএমএস আসেনি। এ কারণে টিকা নিতে পারছেন না।

গণ টিকাদান ফের শুরুর দিন আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকালে হাসপাতালটিতে তাদের মিছিল করতে দেখা গেছে। রাজধানীর ৭ কেন্দ্রে প্রবাসীদের দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের টিকা।

বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রবাসীকল্যাণ সচিব আহমেদ মনিরুছ সালেহীন প্রবাসীদের উদ্দেশে বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসীরা টিকা পেতে নিবন্ধন করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও আমাদের মন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার যে ব্যবস্থা নিয়েছি, সে ব্যবস্থার ছোট্ট একটা প্রতীকী উদ্বোধন হলো আজকে। এটা আমরা ৫-৭ জনকে দিয়ে করতে চেয়েছিলাম। আমরা আপনাদের সঙ্গে আছি। এই মন্ত্রণালয় আপনাদের জন্য কাজ করছে এবং কাজ করার জন্য টিকার এই সংকটের মধ্যেও এই উদ্যোগ নিয়েছি।

সচিবের কথা বলার মধ্যেই হট্টগোল শুরু হলে তিনি সবাইকে থামতে বলেন। তিনি বলেন, প্লিজ আপনারা থামেন। আমরা কেউ আপনাদের চেয়ে কম প্যানিকড (আতঙ্কগ্রস্ত) না। আপনারা সকলেই আমাদের সম্পদ। এই জিনিসটা শুধু আমরা মুখে বলি না, করিও।

প্রবাসীদের আশ্বাস দিয়ে সচিব বলেন, ঘটনা হচ্ছে যে, মাত্র চারটা সেকশনকে উদ্বোধন করা হয়েছে করোনার মধ্যে। একটা হচ্ছে পুলিশ, মেডিক্যাল ছাত্র, আর তৃতীয়টি হচ্ছে আপনারা। এটা করা হয়েছে শুধু আমাদের উদ্যোগে। আগামী সোমবার থেকে আপনারা সবাই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।

গণ টিকাদান ফের শুরুর দিনে ফাইজারের টিকা দেয়া হচ্ছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে।

 


সর্বশেষ সংবাদ