কওমি মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

করোনাভাইরাসের কারণে কওমিসহ সব ধরনের মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে
করোনাভাইরাসের কারণে কওমিসহ সব ধরনের মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে  © ফাইল ফটো

কওমি মাদরাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে একাধিক সংগঠন। পাশাপাশি গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছে সংগঠনগুলো। পৃথক বিবৃতি ও সভা থেকে সংগঠনগুলোর নেতাকর্মীরা এ দাবি জানিয়েছেন।

কওমি মাদরাসাসহ সব ধরনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও আলেমদের মুক্তির দাবি জানিয়ে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার (২১ জুন) সংগঠনের মজলিসে খাসের বৈঠক থেকে এ দাবি জানানো হয়েছে।

জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরামের পরিচালনায় পল্টনে দলীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, ‘করোনা মহামারি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা। এতে উত্তীর্ণ হতে হলে সবাইকে তওবা করে আল্লাহমুখী হতে হবে। দেশের কওমি মাদরাসায় কুরআন-হাদিসের শিক্ষা দেয়া হয়। নিয়মিত কুরআন তেলাওয়াত হয়। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।’

তারা বলেন, ‘অতীতে যখনই কওমি মাদরাসা খুলে দেয়া হয়েছে, তখনই মহামারি কমতে শুরু করেছিল।’ এ সময় সকলের স্বার্থে কওমি মাদরাসা খুলে দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা।

এদিকে জাতীয় তাফসির পরিষদ এক বিবৃতিতে কওমি মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন। সংগঠনের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মুফতি বাকিবিল্লাহ প্রমুখ এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, শিক্ষকদের শিক্ষানুরাগকে সম্মান করে ও তাদের মানবিক দিক বিবেচনায় সকল কওমি মাদরাসা খুলে দিন। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিন।’


সর্বশেষ সংবাদ