পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

নিহত আজগর হোসেন তালুকদার
নিহত আজগর হোসেন তালুকদার   © সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. আজগর হোসেন তালুকদার (১৬) নামে একএসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আজগর ওই গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে। সে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, আজগর বেশ কয়েকদিন জ্বরে ভুগছিল। সে খুবই অসুস্থ ছিল। বাড়িতে তার মা ও বাবা ছাড়া আর কেউ থাকেন না। মা ক্যান্সারে আক্রান্ত হয়ে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আজগর রবিবার (১৩ জুন) বিকেলে তাদের পুকুর পাড়ে লেবু গাছ থেকে লেবু ছিড়তে গেলে পা পিছলে পানিতে পড়ে যায়। সে সময় ওঠার শক্তি হারিয়ে ফেলায় পানিতে ডুবে মৃত্যু হয় তার বলে ধারণা করা হচ্ছে। পাঁচ ভাই-বোনের মধ্যে সে ছোট।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু রহস্যজনক মনে হওয়ার কারণে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ মুহূর্তে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাচ্ছে না।


সর্বশেষ সংবাদ