প্রকৃতি ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ   © ফাইল ফটো

যারা প্রকৃত ধ্বংস করে এবং ধ্বংসে সহযোগিতা করে তাদের বিরুদ্ধে সকল রাজরাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। বাংলাদেশ টেলিভিশন চট্রগ্রাম কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতিবিদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা। তাদের ভালো অভ্যাসগুলো জানানো এবং শেখানো। আমরা পরিবেশ ধ্বংস করছি। এগুলো আমাদের সচেতন হয়ে সংরক্ষণ করতে হবে।

তথ্য ও যোগাযোগ মন্ত্রী আরও বলেন, আমাদের টিকে থাকার জন্য পৃথিবী দরকার। কিন্তু পৃথিবীর টিকে থাকার জন্য মানুষের দরকার নেই। যুগে যুগে অনেক প্রাণী এসেছে। আবার বিলুপ্তও হয়ে গেছে। তবে পৃথিবী টিকে আছে। সুতরাং আমাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য পরিবেশ সংরক্ষণ করতে হবে।


সর্বশেষ সংবাদ