স্বাস্থ্য গবেষণায় ফের বরাদ্দ ১০০ কোটি টাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ জুন ২০২১, ১০:৩৬ PM , আপডেট: ০৩ জুন ২০২১, ১০:৪৭ PM
চলতি অর্থবছরের মতো আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও স্বাস্থ্য গবেষণায় ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলের আওতায় এ বরাদ্দ রাখা হচ্ছে। আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এ বিষয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়েছে, চলতি অর্থবছরে স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করা হয়েছে। এ তহবিলের জন্য চলতি অর্থবছরের ন্যায় আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।
তহবিলটি কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণা এ কাজে এ তহবিল থেকেও অর্থ বরাদ্দ করা হবে।
বাজেটে শিক্ষা খাত গুরুত্ব পায়নি, মত বিশেষজ্ঞদের
এর আগে ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য খাতের গবেষণার জন্য বরাদ্দ ছিল মাত্র পাঁচ কোটি টাকা। নামকাওয়াস্তের এ বরাদ্দ নিয়ে কথা উঠলে চলতি অর্থবছরের বাজেটে অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য গবেষণার বরাদ্দ ১০০ কোটি টাকায় উন্নীত করে। কিন্তু ২০২০-২১ অর্থবছরের প্রথম দশ মাসেও বরাদ্দের কোনো অর্থ ব্যয় না হলে এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়ে অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়।