৩১ মে ২০২১, ০৮:১৬

দেশে মিললো চার ধরণের করোনা ‘ভ্যারিয়েন্ট’: আইইডিসিআর

দেশে মিললো চার ধরণের করোনা ‘ভ্যারিয়েন্ট’: আইইডিসিআর
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)  © সংগৃহীত

দেশে এখন পর্যন্ত করোনার চার ধরণের 'ভ্যারিয়েন্ট' পাওয়া গেছে বলে জানিয়েছে দেশের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বিফ্রিংয়ে যুক্ত হয়ে এসব কথা জানান পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি বলেন, এই চার ভ্যারিয়েন্টের মধ্যে ইউকে, সাউথ আফ্রিকান, নাইজেরিয়ান এবং ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট রয়েছে।

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, 'দেশে এ যাবৎ ২৬৩টি সিকোয়েন্স করা হয়েছে। তার মধ্যে ২৭টি ইউকে ভ্যারিয়েন্ট, ৮৫টি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, পাঁচটি নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট এবং ২৩টি ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। বি.১.৬.৭ এটি ভারত ফেরত এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে পেয়েছি আমরা।'

তবে এই ভ্যারিয়েন্ট নতুন কোনো বিষয় না মন্তব্য করে তিনি বলেন, 'যত রোগী শনাক্ত হবে, সংক্রমণ হবে, নতুন নতুন ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। সুতরাং ভ্যারিয়েন্ট যা-ই হোক না কেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যার যখন সময় আসবে, তাকে টিকা নিতে হবে। এভাবে আমরা সংক্রমণ কমাতে পারব। করোনা মহামারি নিয়ন্ত্রণে আনতে পারব।'

ডা. তাহমিনা ভারতে উদ্ভূত ধরন নিয়ে বলেন, ভারত থেকে আগত ব্যক্তি এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনার জিনোম সিকোয়েন্স করে বাংলাদেশে ২৩ জনের দেহে এই ‘ভ্যারিয়েন্ট’ পাওয়া গেছে। অন্যান্য ধরনের ক্ষেত্রেও একইভাবে জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। এবং সংশ্লিষ্ট ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে।