মোবাইল ফোন ব্যবহারে নিষেধ করেছিলেন বাবা-মা, ছাত্রীর আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ মে ২০২১, ০৯:৪৭ AM , আপডেট: ৩০ মে ২০২১, ০৯:৪৭ AM
পড়াশোনা বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় বকা দেওয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম ফাতেমা আক্তার (১৭)। সে তেজগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল। ফাতেমা ভোলার বোরহানউদ্দিন উপজেলার আবদুস সালামের মেয়ে। পরিবারের সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় থাকতো সে। তিন ভাইবোনের মধ্যে ফাতেমা সবার ছোট ছিল।
এ বিষয়ে ফাতেমার বাবা আবদুস সালাম জানান, ফাতেমা ঠিকমতো পড়াশোনা না করে সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এ কারণে ফাতেমাকে আমি এবং তার মা প্রায়ই বকাঝকা করতাম। শনিবার সকালেও বকা দিয়েছিলাম। এ কারণে অভিমানে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাপাকির পর দরজা না খোলায় জানালার ফাঁকা দিয়ে দেখতে পাই ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।