আট ঘণ্টা স্পিড থাকবে না ইন্টারনেটের
আট ঘণ্টা ইন্টারনেটের স্বাভাবিক গতি পাবেন না গ্রাহকরা। সংস্কার কাজের জন্য আগামী ২৮ মে ইন্টারনেটের গতি কমে যাবে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এ তথ্য জানিয়েছে। আজ রোববার (২৩ মে) বিএসসিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ক্যাবল রক্ষণাবেক্ষণে ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন হবে। গ্রাহকরা যাতে আগেই প্রস্তুতি নিতে পারেন সেজন্য এ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিএসসিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক উন্নয়ন কাজের জন্য কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহাল পর্যন্ত ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপন করা হয়েছে।
আরেক দফায় বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
নতুন রুটের অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযোগ দেওয়া হবে। এ কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল স্থানান্তরের কাজ আগামী ২৮ মে করা হবে।
এদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ৮ ঘণ্টা সময়ের মধ্যে সবকিছু সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এতে জানানো হয়েছে।