রোজিনার মোবাইলফোন ফরেনসিক ল্যাবে পাঠানোর আবেদন

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম  © সংগৃহীত

সরকারি নথি চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেফতারকৃত দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ হওয়া দুটি মোবাইলফোন পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর আবেদন করেছে মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ।

আজ রোববার (২৩ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করা হয়।

গত বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে সাংবাদিক রোজিনার জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন রোজিনার পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজি, আমিনুল গনি টিটু, জ্যোতির্ময় বড়ুয়া, প্রশান্ত কুমার কর্মকার ও আশরাফুল আলম।

আরও দেখুন: জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

অপরদিকে রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করেন হেমায়েত উদ্দিন হিরোন। আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে আদেশের জন্য রোববার (২৩ মে) দিন ধার্য করেন।

আরও দেখুন: দুই শর্তে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন


সর্বশেষ সংবাদ