জেবুন্নেসাকে নিয়ে সংবাদ না করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

স্বাস্থ্য মন্ত্রণালয়
স্বাস্থ্য মন্ত্রণালয়  © ফাইল ফটো

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে নিয়ে সংবাদ প্রচার না করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালকে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রোজিনা ইসলামের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও রোজিনা ইসলামের সাথে অপর মহিলাকে জেবুন্নেছা বলা হলেও তিনি আসলে জেবুন্নেছা নন। তবে বিভিন্ন মাধ্যমে তাকে জেবুন্নেছা হিসেবে পরিচয় করিয়ে দেয়ায় তিনি সামাজিক ভাবে হেয় হচ্ছেন।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রের একজন কর্মকর্তা ও সাধারণ নাগরিক হিসেবে এমন ঘটনায় অতিরিক্ত সচিব জেবুন্নেছা ব্যক্তিগত, সামজিক, পারিবারিক ও কর্মস্থলে হেয় প্রতিপন্ন হচ্ছেন। তাই অনতিবিলম্বে জেবুন্নেছাকে নিয়ে সংবাদ ও ভিডিও চিত্র প্রকাশ না করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় আলোচনায় আসেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অঢেল সম্পদের তথ্য ছড়িয়ে পরে।


সর্বশেষ সংবাদ