জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে মাঠে নামবে দুদক

ছবিতে সাংবাদিক হেনস্তার মুহূর্ত ও অতিরিক্ত সচিব জেবুন্নেছা
ছবিতে সাংবাদিক হেনস্তার মুহূর্ত ও অতিরিক্ত সচিব জেবুন্নেছা  © ফাইল ফটো

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব জেবুন্নেছার বিরুদ্ধে অভিযোগ পেলে সেটি তদন্ত করে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জানা গেছে, সাংবাদিক হেনস্থার ঘটনায় আলোচনায় আসা জেবুন্নেছার দেশজুড়ে থাকা সম্পদের গোপন অনুসন্ধান শুরু করেছে দুদক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জেবুন্নেছার সম্পদের তথ্য নিয়েও দুদকে আলোচনা চলছে।

দুদক বলছে, বিভিন্ন মাধ্যমে তাদের কাছে অতিরিক্ত সচিব জেবুন্নেছার নামে অভিযোগ আসছে। ঢাকায় তার ৪টি বাড়ি, গাজিপুরে ২১ বিঘা জমি, কানাডায় তিনটি ও লন্ডনে একটি বাড়ির তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেলে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামবে দুদক।

এ প্রসঙ্গে দুদকের কমিশনার জহুরুল হক সাংবাদিকদের বলেন, অতিরিক্ত সচিব জেবুন্নেছার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পেলে বিষয়টি অনুসন্ধান শুরু করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। এ সময় সচিবালয়ের একটি কক্ষে তাকে ৫ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাত ৮টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

রাত ১২ টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করেন। এই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন রোজিনা ইসলাম।


সর্বশেষ সংবাদ