ফেসবুকে পোস্ট দিতে পারবে না হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরা

হাটহাজারী মাদ্রাসা
হাটহাজারী মাদ্রাসা  © ফাইল ফটো

এখন থেকে হাটহাজারী মাদ্রাসার কোনো শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো ধরনের পোস্ট দিতে পারবেন না। এমনকি স্মার্টফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সম্প্রতি হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদের পক্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন-পুরাতন শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করে। ভর্তি নির্দেশিকা থেকে এসব তথ্য জানা গেছে।

ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত কোনো শিক্ষার্থী হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। এছাড়া পুলিশি ঝামেলায় যুক্তরাও ভর্তির সুযোগ পাবেন না। শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য বাটন ফোন ব্যবহার করতে পারবেন। আগামী ৩০ মে থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য ইয়াহইয়া বলেন, দেশের অধিকাংশ কওমি মাদ্রাসাগুলো দেওবন্দ মাদ্রাসার আকিদা অনুসরণ করে পরিচালিত হয়। সে অনুযায়ী মাদ্রাসায় নতুন পুরাতন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নির্দেশনাগুলো দেয়া হয়েছে। এগুলো আগেও ছিল।


সর্বশেষ সংবাদ