রোজিনার চিরতরে পালিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে: পুলিশ

 সাংবাদিক রোজিনা গ্রেপ্তার
সাংবাদিক রোজিনা গ্রেপ্তার  © ফাইল ছবি

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় সোমবার গ্রেপ্তার করা হয় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে। এদিকে তাকে গ্রেপ্তারের পর থেকে নানা মহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সাংবাদিকরা। তবে নেতিবাচক সংবাদ প্রকাশ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

সোমবার পুলিশ অভিযুক্ত রোজিনার ৫ দিনের রিমান্ড দাবি করে আদালতের কাছে আবেদন জানায়। ওই আবেদনে পুলিশ রোজিনাকে জামিনে মুক্তি দিলে চিরতরে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে। একই সাথে মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদঘটানসহ সরকারী গোপনীয় ডকুমেন্ট নিজ হেফাজতে রাখার বিষয়ে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের তাকে ৫ দিনের পুলিশ রিমান্ডের দাবি জানায়।

তবে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে পুলিশের করা পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এসময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে।

 


সর্বশেষ সংবাদ