রোজিনার মুক্তির দাবিতে শাহবাগ থানায় সাংবাদিকদের বিক্ষোভ

শাহবাগ থানায় বিক্ষোভ
শাহবাগ থানায় বিক্ষোভ  © সংগৃহীত

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে শাহবাগ থানায় অবস্থান নিয়েছেন ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আজ সোমবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে থানার ভেতরে মেঝেতে বসে তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন।

‘মুক্তি চাই মুক্তি চাই, রোজিনার মুক্তি চাই’, ‘আমার বোন আটক কেনো জবাব চাই’, ‘রোজিনা আপা আটক কেনো জবাব চাই’- এরকম নানা স্লোগান দিয়ে এসময় তারা স্বাস্থ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন।

এর আগে রোজিনা ইসলামকে থানায় আনা হয়েছে এমন খবর পেয়ে রাত পৌনে নয়টা থেকে সাংবাদিকরা শাহবাগ থানায় আসেন। বর্তমানে শতাধিক সাংবাদিকরা থানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি সরানোর অভিযোগে রোজিনা ইসলামকে ৫ ঘণ্টা একটি কক্ষে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এসময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তার বিরুদ্ধে কী অভিযোগ তা জানতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো বক্তব্য দেননি।


সর্বশেষ সংবাদ