ফিলিস্তিনে মুসলিম হত্যার নিন্দা জানিয়েছেন বাবুনগরী

মাওলানা জুনায়েদ বাবুনগরী
মাওলানা জুনায়েদ বাবুনগরী  © ফাইল ফটো

ফিলিস্তিনের আল আকসা মসজিদে নামাজরত মুসলিমদের উপর বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলামে আমীর মাওলানা জুনায়েদ বাবুনগরী। সেই সাথে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধ করতে বিশ্ব মুসলিম নেতাদের পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। পবিত্র রমজান মাস জুড়েই তারা ফিলিস্তিনের আল আকসা মসজিদে হামলা চালিয়েছে। এমনকি সেখানে ঈদের দিনেও হামলা চালিয়ে মুসলমানদের নির্বিচারে হত্যা করা হয়েছে। নামাজরত অবস্থাতেও তাদের উপর গুলি চালানো হয়েছে।

বাবুনগরী বলেন, এভাবে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এভাবে হামলা চালিয়ে তারা মানিবাধিকার লঙ্ঘন করেছে৷ অথচ জাতিসংঘ, ওআইসি ও আরব দেশগুলো এর কোনো প্রতিবাদ জানাচ্ছে না। তারা শুধু মুখে কিছু বুলি উড়াচ্ছেন। হামলা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

হেফাজতের শীর্ষ এই নেতা আরও বলেন, ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। তারা প্রতিদিনই ফিলিস্তিনিদের নিজেদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করে জায়গা দখল করছে। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অথচ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলো এর কোনো প্রতিবাদ জানাচ্ছে। বিশেষ করে ওআইসির ভূমিকা এখানে প্রশ্নবিদ্ধ। ইসলামী রাষ্ট্রগুলো নিয়ে কাজ করার কথা থাকলেও ফিলিস্তিন ইস্যুতে তারা নীরব। এই অবস্থায় এই সংগঠন নিয়েই প্রশ্ন উঠেছে। অবিলম্বে ফিলিস্তিনের মুসলিমদের উপর হামলা বন্ধ করতে হবে।


সর্বশেষ সংবাদ