সেই মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার

ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে
ফেরিঘাটে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে  © সংগৃহীত

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেখানকার আদর গ্রামের বাবলু মাতব্বর হাঁটতে গিয়ে নদীতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি জানান নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোন্নাফ শেখকে।

পরে ঘটনাস্থলে নিখোঁজ চালকের বড় ভাই ফারুক হোসেন ও ছোট ভাই শাহীন হোসেনকে নিয়ে গেলে তারা লাশটি মারুফ হোসেনের (৪২) বলে শনাক্ত করেন। সিলেট জেলার জকিগঞ্জ থানার সুন্দরের চক গ্রামে মারুফের বাড়ি। তিন কন্যা সন্তানের জনক তিনি।

গত মঙ্গলবার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে ঝড়ের কবলে পল্টুনের তার ছিঁড়ে যায়। এসময় নদীতে পড়ে ডুবে যায় সাদা রঙের মাইক্রোবাসটি। বেলা দেড়টার দিকে মাইক্রোবাসটিকে তুলতে সক্ষম হন উদ্ধারকারী দল।

এরপর নিখোঁজ চালকের খোঁজে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। ঘটনার দুদিন পর চালকের মরদেহ উদ্ধা করল নৌ পুলিশ।


সর্বশেষ সংবাদ