৮ দিনে ঢাকা ছেড়েছেন ৬০ লাখ মানুষ

বাড়ি ফেরার জন্য ঘাটে ফেরির জন্য মানুষের অপেক্ষা
বাড়ি ফেরার জন্য ঘাটে ফেরির জন্য মানুষের অপেক্ষা  © সংগৃহীত

করোনা পরিস্থিতির মধ্যেই ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতেই মাত্র আট দিনে প্রায় ৬০ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। মোবাইল ব্যবহারকারীদের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান সামনে এসেছে। গত ৪ মে থেকে ১১ মে’র মধ্যে তারা ঢাকা ছাড়েন।

বুধবার (১২ মে) ও আজ বৃহস্পতিবারের তথ্য যোগ করলে এ সংখ্যা আরও অনেক বাড়বে। জাতীয় টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি) এ তথ্য জানিয়েছে।

বাড়ির পথে যাওয়া মানুষের মধ্যে ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২ জনই গ্রামীনফোন ব্যবহারকারী। এছাড়া ৫ লাখ ২৮ হাজার ৩৯৩ জন রবির, ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ জন বাংলালিংকের এবং এক লাখ ৬৪ হাজার ৮০৩ জন টেলিটক ব্যবহারকারী রয়েছেন।

সরকারের কোভিড বিধি মেনে কয়েকদিন ধরেই মানুষের ঈদযাত্রা অব্যাহত রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অনেক মানুষ পায়ে হেটে ফেরিঘাটে যাচ্ছেন নদী পার হওয়ার জন্য। এছাড়া অন্যান্য এলাকার মানুষ বিভিন্ন ধরনের যানবাহনে চড়ে রওনা হচ্ছেন। এরইমধ্যে বাংলাবাজার ফেরিঘাটে ভিড়ের চাপে পাঁচজনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ সংবাদ