প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০২১, ০৬:৫০ PM , আপডেট: ১২ মে ২০২১, ০৭:০২ PM
দেশের নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কশিক্ষক-কর্মচারীদের জন্য ৭৫ কোটি অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনায় স্কুল-কলেজ বন্ধ থাকায় তাদের এই অনুদান দেয়া হচ্ছে।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন, মাদ্রাসা, কারিগরি ও স্বতন্ত্র এবতেদায়ীর ৬১ হাজার ৪৪০ জন শিক্ষক-কর্মচারীকে এই অনুদান দেয়া হচ্ছে। শিক্ষকদের ৫ হাজার ও কর্মচারীদের আড়াই হাজার করে টাকা দেয়া হবে।
সাধারণ, মাদ্রাসা, কারিগরি ও স্বতন্ত্র ইবতেদায়ী প্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারীদের অনুদান দিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে ৭৫ কোটি টাকা দেয়া হয়েছে।