আল-আকসা মসজিদ চত্বরে হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সম্প্রতি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ
সম্প্রতি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি পুলিশ  © ফাইল ফটো

জেরুসালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনের নিরীহ মুসল্লি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের হামলা ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনি পরিবারের উচ্ছেদ এবং বেসামরিক জনগোষ্ঠীকে অধিকৃত অঞ্চলে স্থানান্তরিত করার ফলে ভয়াবহতা প্রকাশ পেয়েছে। মানবিক মানদণ্ড, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং চুক্তির চরম লঙ্ঘন ঘটছে সেখানে। ইসরায়েলের এ হামলা বিশ্বজুড়ে মানুষের অনুভূতিতে আঘাত করেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরণের সন্ত্রাসী আক্রমণ বন্ধ করার জন্য টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। ইসরায়েল কতৃক অধিকৃত অঞ্চলগুলোতে ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করা বন্ধ করতে হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৬৭ সালের আগের সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি রাজ্য প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘের বিভিন্ন রেজুলেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র ও আঞ্চলিক অখণ্ডতায় একটি সার্বভৌম ও স্বাধীন স্বদেশের জন্য ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অধিকারসমূহ দৃঢ়ভবে সমর্থন করে বাংলাদেশ।

উল্লেখ্য, গত শুক্রবার মাহে রমজানের পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে বিপুল সংখ্যক মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হন। ইসরায়েলি পুলিশ সেখানে মুসল্লিদের ওপর চড়াও হয়। পুলিশ সেখানে রাবার বুলেট ও স্টান গ্রেনেড ছোড়ে। তরুণ ফিলিস্তিনিরা পাথর ছুড়ে তা প্রতিরোধ করে। শুক্রবার রাতে ও পরদিন আল-আকসা মসজিদ রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় তুরস্ক, ইরান, মালয়েশিয়া ও বাংলাদেশসহ মুসলিম বিশ্বের অনেক দেশই নিন্দা জানিয়েছে।


সর্বশেষ সংবাদ