গণবিজ্ঞপ্তি কম্পিউটার শিক্ষকদের আবেদনের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ মে ২০২১, ০৯:১৯ PM , আপডেট: ০২ মে ২০২১, ০৯:৩৪ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তিতে বিভাগীয় প্রার্থী হিসেবে নিবন্ধিত প্রার্থীদের আবেদনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৬৩ জন কম্পিউটার শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।
রবিবার (২ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সানাউল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।
আদেশের পর এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এমপিওভুক্ত ও নন এমপিও প্রতিষ্ঠানে ৫৪ হাজার ৩০৪ টি শূন্যপদের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। গণবিজ্ঞপ্তিতে কম্পিউটার শিক্ষকদের জন্য প্রায় ৭ হাজার শূন্যপদ দেখানো হয়।
তিনি আরও বলেন, নীতিমালায় থাকলেও কম্পিউটার শিক্ষকরা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারছিলেন না। এ কারণে আদালতে রিট করেন প্রার্থীরা। আদালতের আদেশের ফলে এখন আর কম্পিউটার শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে আর কোনো সমস্যা থাকলো না।