চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডার দায় ম্যাজিস্ট্রেটকেই নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ০৯:২৭ AM , আপডেট: ২৩ এপ্রিল ২০২১, ০৯:২৭ AM
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. জেনি যথেষ্ট প্রমাণ দেয়ার পরও তার সাথে এত কথা বলা ঠিক হয়নি। দলনেতা হিসেবে এর দায় ওই ম্যাজিস্ট্রেটকেই নিতে হবে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার শেখ মো. মামুনুর রশীদকে বদলি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। সেদিন ওই চেকপোস্টে মামুনুর রশীদ দায়িত্বে ছিলেন। তাকে একাধিক প্রমাণ দেখানোর পরও ডা. জেনির সাথে এত বাকবিতণ্ডায় জড়ানো উচিত হয়নি। দলনেতা হিসেবে এর দায় তাকেই নিতে হবে।