বনানীতে চিরনিদ্রায় শায়িত কবরী

সারাহ বেগম কবরী
সারাহ বেগম কবরী  © ফাইল ফটো

করোনায় মারা যাওয়া জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সারাহ বেগম কবরীর দাফন সম্পন্ন হয়েছে।  শনিবার (১৭ এপ্রিল) রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সারাহ বেগম কবরীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সারাহ বেগম কবরী গতকাল শুক্রবার রাত ১২ টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে লোইফ সাপোর্টে নেয়া হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

গত ৫ এপ্রিল সারাহ বেগম কবরীকে রাজধানীর  ‍কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দুই দিন লাইফ সাপোর্টে রাখার পর তিনি না ফেরার দেশে পারি জমান। 

 


সর্বশেষ সংবাদ