খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট থেকে যা জানা গেল

এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া
এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া  © সংগৃহীত

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যানের প্রভিশনাল রিপোর্ট অনেক ভালো এসেছে। তার ফুসফুসে যে সংক্রমণ ধরা পড়েছে তা খুবই কম। এটা মাইল্ড পর্যায়েও পড়ে না।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টা সাংবাদিকদের এসব কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান শেষে তিনি গুলশানে তার বাসভবন ফিরোজায় চলে যান। আজ শুক্রবার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। তিনিসহ তার বাসার ৮ কর্মী করোনায় আক্রান্ত। তাদের মধ্যে দুজন বাড়ি চলে গেছেন। বাকিদের চিকিৎসা ফিরোজায় চলছে।


সর্বশেষ সংবাদ