দাম কমেছে এলপি গ্যাসের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৮:২০ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২১, ০৯:৩৪ PM
লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্যহার ভোক্তাপর্যায়ে পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (১২ এপ্রিল) বিইআরসি এর সচিব রুবিনা ফেরদৌসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারিভাবে গ্যাসের দাম হবে সরকারি খাতে প্রতি সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ৫৯১ টাকা এবং বেসরকারি খাতে প্রতি ১২ কেজি মূসকসহ গ্যাসের মূল্য ৯৭৫ টাকা। সারাদেশে এই অভিন্ন দামে এলপিজি গ্যাস বিক্রি করতে হবে বলেও জানানো হয়েছে।
এর আগে কমিশন চেয়ারম্যান ভার্চুয়াল এক বৈঠকে এলপিজি গ্যাসের মূল্য কমানোর ঘোষণা দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশে দাম অভিন্ন থাকবে। ভোক্তারা বাড়তি দাম দেবেন না। লাইসেন্সধারীরা কমিশনের আদেশ বাস্তবায়ন করতে বাধ্য। তা নাহলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।
কমিশন চেয়ারম্যান আরো জানান, সারাদেশে দাম অভিন্ন থাকবে। ভোক্তারা বাড়তি দাম দেবেন না। লাইসেন্সধারীরা কমিশনের আদেশ বাস্তবায়ন করতে বাধ্য। তা নাহলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।
রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘গণশুনানি শেষে সবকিছু বিচার বিবেচনা ও দাখিল করা তথ্য যাচাই বাছাই করে একাধিক সভার মাধ্যমে দাম চূড়ান্ত করে কমিশন। যা আজ থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। নির্ধারিত এ মূল্যের বেশি দামে কেউ বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।’