মামুনুলদের গ্রেফতার না করলে ১৫ রমজান হরতাল

আলোচনা সভা
আলোচনা সভা  © সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সম্প্রতি হওয়া নাশকতায় অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আগামী ১৫ রমজান হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি।

সোমবার (১২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির এক আলোচনা সভা শেষে এই ঘোষণা দেন দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

তিনি বলেন, কোনো আরোচনা ছাড়াই সহিংসতার দিকে পা বাড়ায় হেফাজতে ইসলাম। কারো সাথে কোনো আলোচনা না করেই মোদীর আগমনের প্রতিবাদে সহিংসতা চালায় তারা। এই তাণ্ডবে ২৬টি তাজা প্রাণ ঝরে গেছে। এই ঘটনার মদদদাতাদের অবশ্যই গ্রেফতার করতে হবে। না হলে ১৫ রমজান কঠোর হরতাল পালন করা হবে। রিকশা-সাইকেতও চলতে দেয়া হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, যুগ্ম-মহাসচিব কাজী মাওলানা শাহ মো. ওমর ফারুক, সহ-সভাপতি মাওলানা মোস্তফা চৌধুরী, আবুল খায়ের ওয়াহেদী, মাওলানা শহিদুল ইসলাম, হারুন অর রশিদ মিরন পীর সাহেব, নড়াইল, মাওলানা হাজী হাবিবুল্লাহ প্রমূখ।


সর্বশেষ সংবাদ