হেফাজতের সরলতাকে দুর্বলতা মনে করলে সরকারকে চরম মাসুল দিতে হবে

জুনায়েদ বাবুনগরী
জুনায়েদ বাবুনগরী  © ফাইল ফটো

সারাদেশ থেকে আটক হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজতের নেতাকর্মীদের উপর যদি এভাবে জুলুম-নির্যাতন চলতে থাকে, তাহলে দেশবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সোমবার (১২ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি এসব কথা বলেন হেফাজতের আমীর ও চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী।

বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম একটি শান্তি প্রিয় সংগঠন। আমরা সহিংসতা চাই না। আমরা শান্তি চাই। সেজন্য সরকারের এমন জুলুম নির্যাতনের পরও আমরা চুপ করে আছি। তবে সরকার যদি আমাদের চুপ করে থাকাকে আমাদের দুর্বলতা মনে করে তাহলে এর চরম মাসুৈষ তাদের দিতে হবে।

তিনি বলেন, গতরাতে হাটহাজারী থেকে আমাদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হয়েছেন। নারায়ণগঞ্জ থেকে হেফাজতের সহঅর্থসম্পাদক মুফতি ইলিয়াসকে আটক করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের সকলকে সুষ্ঠু ভাবে ফিরিয়ে দিতে হবে।


সর্বশেষ সংবাদ