ঢাকায় চলছে বাস, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

সকাল থেকে ঢাকায় বাস চলাচল করছে
সকাল থেকে ঢাকায় বাস চলাচল করছে  © বিবিসি

করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ঠেকাতে সরকার ‘লকডাউন’ দিলেও ঢাকা এবং অন্যান্য মহানগরীতে ফের বাস চলাচল শুরু হয়েছে।আজ (৭ এপ্রিল) বুধবার সকাল থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় বাস চলাচল করতে দেখা গেছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী পরিবহন করা হচ্ছে।

তবে অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অধিকাংশ বাসের চালক এবং তাদের সহকারীর মুখে মাস্ক পরিধান করতে দেখা যায়নি।লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল ঘোষণা করা হয়, বুধবার থেকে ঢাকা এবং অন্যান্য মহানগরীতে গণপরিবহন চলবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলাচলের সুযোগ থাকবে।

পাবলিক বাসগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান। পরিবহন চলাচলে কিছু শর্ত আরোপ করা হয়েছে। শর্তের মধ্যে রয়েছে পরিবহন সংশ্লিষ্ট সবাই এবং যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া প্রতি ট্রিপের পরে পরিবহন জীবাণুমুক্ত করার শর্তও দেয়া হয়েছে।

অফিসের যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে গণ-পরিবহন চালানোর অনুমতি দেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। এর আগে গত ৩০ মার্চ করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ।


সর্বশেষ সংবাদ