রাজশাহীতে জেলাজুড়ে বাস চালানোর ঘোষণা

রাজশাহী জেলাজুড়ে চলাচল করবে বাস
রাজশাহী জেলাজুড়ে চলাচল করবে বাস  © ফাইল ফটো

আগামীকাল বুধবার (৭ এপ্রিল) থেকে জেলাজুড়ে বাস চালানোর ঘোষণা দিয়েছে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার থেকে সকাল-সন্ধ্যা জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। তিনি বলেন, আগামীকাল বুধবার থেকে সিটি করপোরেশন এলাকায় বাস চালু রাখার ঘোষণা দেয়া হয়েছে। তবে রাজশাহী সিটিতে কোনো যাত্রীবাহী বাস নেই। তাই আমরা জেলাজুড়ে বাস চালাবো।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল সারাদেশে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী-শ্রমিকরা। এরই মধ্যে আজ বুধবার সিটি করপোরেশন এলাকাগুলোতে বাস চলবে বলে জানান ওবায়দুল কাদের।


সর্বশেষ সংবাদ