বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করেছি, সন্তানও আছে: মামুনুল হক (ভিডিও)

ফেসবুক লাইভে আসেন মামুনুল হক
ফেসবুক লাইভে আসেন মামুনুল হক  © টিডিসি ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর মুক্ত হয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। এরপর ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন, ‘টানা পরিশ্রমের কারণে বিশ্রামের প্রয়োজন ছিল। এ কারণে আজ সেখানে গিয়েছিলাম। সাথে আমার দ্বিতীয় স্ত্রী ছিল।’

এসময় এক পুলিশ কর্মকর্তা যাবতীয় তথ্য নিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমার দ্বিতীয় স্ত্রী এক ঘনিষ্ঠ বন্ধুর সাবেক স্ত্রী ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে। এরপর পারিবারিকভাবে তাকে বিয়ে করি।’

সোনারগাঁওয়ে রিসোর্টে অবরুদ্ধ হওয়ার পর মুক্ত হন মামুনুল হক। শনিবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে র‌য়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে জানা গেছে।

এ ঘটনার পর ফেসবুকে লাইভে আসেন মামুনুল হক। এসময় তিনি বলেছেন, স্থানীয় কিছু গণমাধ্যমকর্মী, ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ অন্যরা সেখানে লাইভ ভিডিও করে অসদাচরণ করেন। পরে বিষয়টি জানতে পেরে জনতা ক্ষিপ্ত হয়ে সেখানে যান। তবে আমি তাদের শান্ত করার চেষ্টা করি এবং সাথে নিয়ে চলে আসি।

মামুনুল হক বলেন, আমার সাথে আমার বিবাহিত দ্বিতীয় স্ত্রী ছিলেন। এটি নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা হয়েছে। আমার পরিবারও সব অবহিত হয়েছেন। এসময় এ ঘটনা নিয়ে আর কোনো বিচ্ছৃঙ্খলা বা বিভ্রান্তি না সৃষ্টি করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

ফেসবুক লাইভে তার বড় ভাই হাফেজ মাহমুদুল হক, আরেক ভাই মাহবুবুল হকও উপস্থিত ছিলেন।

 


সর্বশেষ সংবাদ