করোনা হাসপাতাল হচ্ছে ডিএনসিসি কার্যালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ১২:১৪ AM , আপডেট: ০১ এপ্রিল ২০২১, ১২:১৪ AM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অফিসকে করোনা হাসপাতাল করার কাজ চলমান রয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এটি করোনা রোগীদের চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।
বুধবার (৩১ মার্চ) রাতে বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ডিএনসিসির অফিসে করোনা হাসপাতালের কাজ চলছে। এটি তৈরি হয়ে গেলে এখানে ৫০টি আইসিইউ সিটসহ অনেক রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। আমরা করোনা মোকাবেলায় চেষ্টা করছি। সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।