আজ থেকে বাসে ৬০ শতাংশ বেশি ভাড়া

আজ থেকে বাসে ৬০ শতাংশ বেশি ভাড়া নেওয়া হবে
আজ থেকে বাসে ৬০ শতাংশ বেশি ভাড়া নেওয়া হবে  © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার গণপরিবহনে ৫০ শতাংশ সিট ফাঁকা রাখার নির্দেশনা জারি করেছে। সে মোতাবেক আগামী দুই সপ্তাহের জন্য গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বেশি দিয়ে চলাচল করতে হবে যাত্রীদের। আজ বুধবার (৩১ মার্চ) সকাল থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে।

রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করা বাসে এ নিয়ম কার্যকর হতে দেখা গেছে। অবশ্য এ নিয়ে যাত্রীদের বাকবিতণ্ডায় জড়ানোর খবর পাওয়া গেছে। তবে স্বাস্থ্যবিধি মানার বালাই দেখা যায়নি বাসে। বাধ্যবাধকতার কথা বলা হলেও হ্যান্ডস্যানিটাইজারের ব্যবহারও দেখা যায়নি। দাঁড়িয়েও নেওয়া হচ্ছে যাত্রী। মাস্ক পরিধানের নির্দেশনাও মানতে দেখা যায়নি অনেককে।

মঙ্গলবার (৩০ মার্চ) নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ৬০ শতাংশ বাড়তি ভাড়া নিয়ে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস। আগামী দুই সপ্তাহ এ আদেশ বহাল থাকবে। এর আগে গত সোমবার (২৯ মার্চ) গণপরিবহন মালিকদের নিয়ে বৈঠক করার পর এ বিষয়ে প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, এ নির্দেশনা মন্ত্রী দিয়েছেন, প্রজ্ঞাপন জারি হয়েছে। সে আলোকে বুধবার থেকে নতুন নির্দেশনা কার্যকর হবে। নির্দেশনা কার্যকরের লক্ষ্যে বিআরটিএ সব ধরনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, বুধবার থেকেই নতুন ভাড়া কার্যকর হবে বাস-মিনিবাসে।


সর্বশেষ সংবাদ