বৃহস্পতিবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামী বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে সব ট্রেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা হবে। পাশাপাশি দু’টি আসনের একটি ফাঁকা রাখা হবে। যার অর্ধেক টিকিট কাউন্টারে ও বাকি অর্ধেক অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ে সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এরইমধ্যে সব রেলস্টেশনে ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের অপারেশন শাখা থেকে জানানো হয়েছে, এখন থেকে এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনেরই মোট টিকিটের অর্ধেক বিক্রি করা হবে। এরমধ্যে ২৫ ভাগ টিকিটি কাউন্টারে এবং ২৫ ভাগ অনলাইনে থাকবে।

কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারোয়ার বলেন, অর্ধেক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করতে পূর্ব রেলের মহাব্যবস্থাপকের দফতর থেকে নির্দেশনা এসেছে। আমরা নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, ১-৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। পাঁচ দিন আগে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ৩০ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১০ দিন আগে। সে কারণে নির্দেশনা বা স্বাস্থ্যবিধি পুরোপুরি বাস্তবায়নে কিছুটা সমস্যা দেখা দিতে পারে।


সর্বশেষ সংবাদ