সারাদেশে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে: হেফাজত আমির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৫:৩৩ PM , আপডেট: ২৮ মার্চ ২০২১, ০৫:৪৮ PM
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল দেশব্যাপী শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলে দাবি করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। আজ রবিবার (২৮ মার্চ) বেলা তিনটায় হাটহাজারী সদরের কাচারি সড়কে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হেফাজত আমির বলেন, গত শুক্রবার মাদ্রাসাছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন, পুলিশ বাহিনী গুলি করে হাটহাজারীর চারজনকে শহীদ করেছে। আহত হয়েছেন অনেক। সারা দেশে নিহত হয়েছেন এ পর্যন্ত ১৬ জন। এটা মামুলি কথা নয়। এ জন্য হরতালের ডাক দিয়েছি।’
বাবুনগরী অভিযোগ করেন, আজকের হরতালে বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী হামলা ও গুলি করেছে। তিনি সরকারের কাছে অবিলম্বে হামলা বন্ধ, আহত ব্যক্তিদের চিকিৎসা ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান। তা না হলে হেফাজত কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে বলেন তিনি।
হরতালের পর নতুন কোনো কর্মসূচি আছে কি না এবং হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে দেয়াল বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হরতালের পর যা হওয়ার হবে।’