সাইনবোর্ডে পুলিশ-বিজিবির সঙ্গে হেফাজতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১১:৫৪ AM , আপডেট: ২৮ মার্চ ২০২১, ১১:৫৮ AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশ ও বিজিবির সদস্যদের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, হরতালের সমর্থনে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে হেফাজতে ইসলামের কর্মীরা। পরে বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় একজন হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।
তবে তাৎক্ষণিক এ বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি।