আগুনে পুড়ল বিআরটিসির দুই বাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১০:৪১ AM , আপডেট: ২৮ মার্চ ২০২১, ১০:৪৫ AM
রাজশাহী নগরীতে দুটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর আমচত্বর এলাকায় ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা দুই ট্রাকে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মো. আব্দুর রশিদ ।
পুলিশের মাধ্যমে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে আব্দুর রশিদ জানান, আগুনে একটি বাস পুরো পুড়ে গেছে। অপরটি আংশিক পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি।
আগুনের ধোঁয়া দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান নগর পুলিশের মুখপাত্র এডিসি গোলাম রুহুল কুদ্দুস। বিআরটিসির ওই বাসগুলো পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ট্রাক টার্মিনালে পড়েছিল জানিয়ে তিনি বলেন, কে বা কারা আগুন দিয়েছে এ সম্পর্কে কিছুই জানা যায়নি।