লাইভে এসে ‘আই চুরি করি ন মা’ বলেই ছাদ থেকে লাফ দিল তরুণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৭:৫৩ PM , আপডেট: ২৪ মার্চ ২০২১, ০৮:০২ PM
লক্ষ্মীপুরে বড় ভাইয়ের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে ফেসবুক লাইভে এসে জেলা জজ আদালতের ভবন থেকে লাফিয়ে পড়ে রাকিব হোসেন রোমান নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জেলা জজ আদলত ভবনের ৬ তলার ছাদ থেকে লাফিয়ে পড়লে ওই তরুণের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত রাকিব সদর উপজেলার উত্তর মজুপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সুমাইয়া নামে তার এক স্ত্রীও রয়েছে।
ফেসবুক লাইভে যেয়ে তিনি বলেন, ‘মা আই সজ্ঞানে মইরতে যাইতাছি। আই তামা চুরি করি ন মা। জীবনে অনেক ভুল কইরছি মা। আর মৃত্যুর লাই কেউ দায়ী নাই। আই নিজের ইচ্ছায় যাইতাছি মা। অনেক ভুল কইরছি মা। একটা মাইয়ার জীবনও নষ্ট কইরছি। আইয় সুমাইয়ারে বিয়া কইরছি। বিয়া করি সুখী হইতে পাইরতাছি না। আর কইলজা হাডি যা। আর অ্যাকাউন্টে ৭৫ হাজার টাকা আছে মা। সোহেল ভাইয়ের তন তামা চুরি কইরছি, হেতেনে জানে। হেতেনের তন হেগুন লন লাইগতো ন। বাড়ির ড্রয়ারের মধ্যে আর এটিএম কার্ড আছে।’ মায়ের উদ্দেশ্যে রাকিব হোসেন এটিএম কার্ডের পিন নম্বরও বলেছেন ফেসবুকে লাইভের ভিডিওটিতে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্যস্ত আদালতে হঠাৎ একটি শব্দ শুনতে পায় লোকজন। তাৎক্ষণিক দেখতে পায় জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এক যুবক পড়ে আছে। এ সময় আদালতে উপস্থিত থাকা লোকজন জড়ো হতে থাকে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পরিবারের লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তার বড় ভাই সোহেলের ভাঙারির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। কিছুদিন পূর্বে ভাংগারি দোকান থেকে তামার যন্ত্রাংশ খোয়া (চুরি) যায়। এ নিয়ে বড় ভাই রাগ করে তাকে চুরির অপবাদ দিয়ে দোকান থেকে তাড়িয়ে দেয়। বড় ভাইয়ের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে রাগে-অভিমানে জেলা জজ আদালতের ৬ তলা ভবনের ছাদ উঠে ফেসবুক লাইভে আসে রাকিব।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ার হোসেন বলেন, বেলা পৌনে ১টার দিকে রাকিব হোসেন নামের ওই তরুণকে হাসপাতালে মৃত অবস্থায় নেয়া হয়। শুনেছি সে ছাদ থেকে লাফিয়ে পড়েছে। এ ব্যাপারে ময়নাতদন্ত হলে বিস্তারিত জানা যাবে।
লক্ষ্মীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিমতানুর রহমান বলেন, তরুণের ছাদ থেকে লাফিয়ে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এসময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে পরে জানানো হবে বলেও জানান তিনি।