লকডাউন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্য সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২১, ০৩:৫৫ PM , আপডেট: ২১ মার্চ ২০২১, ০৪:২৪ PM
দেশে করোনার সংক্রমণ আবারো বাড়লেও গত বছরের মতো এবারও লকডাউন দেওয়া হবে কিনা, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। রবিবার (২১ মার্চ) সেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপো-সিএমএসডি’র নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
লকডাউন দেওয়া হবে কিনা প্রশ্নে আব্দুল মান্নান বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো সিদ্ধান্ত আমাদের হাতে নেই। তবে জাতি স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, সারা পৃথিবীতে বাঙালিরা উদযাপন করছে। তাহলে আমাদের বুঝতে হবে, যদি আমাদের পরবর্তীতে কোনও সিদ্ধান্ত নিতে হয়, হয়তো বা নেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত একেবারে হাইয়েস্ট লেভেল থেকে আমাদের কাছে সিদ্ধান্ত আসে নাই।’
এদিকে গত ১৮ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রয়োজনে সারা দেশে লকডাউন করতে স্বাস্থ্য বিভাগ থেকে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়ন করবে সরকার। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আবারও লকডাউন দেওয়া হবে কিনা, সে বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘লকডাউনের চিন্তা আমরা না, এটা সরকার করে। সরকারের সব সংস্থা মিলেই বসে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত এখনও হয়নি। আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, এখন সরকার সেটা ভেবেচিন্তে পদক্ষেপ নেবে।’
উলে্লখ্য, দেশে সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। গত বছর ৮ মার্চে প্রথম করোনা আক্রান্ত রোগীর খবর জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তার ঠিক ১০ দিন পর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর কথাও জানায় প্রতিষ্ঠানটি।
এরপর গত বছর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় ১৭ মার্চ থেকে। এরপর ২৬ মার্চ থেকে অফিস-আদালত বন্ধ হয়ে যায়। এসময়ে সারা দেশেই জরুরি সেবা, পণ্য পরিবহন, চিকিৎসা ইত্যাদি অতি-প্রয়োজনীয় ক্ষেত্রগুলো ছাড়া গণপরিবহনও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। ১৮ এপ্রিল পর্যন্ত দেশের ২৯টি জেলা সম্পূর্ণ এবং ১৯টি জেলা আংশিকভাবে অবরুদ্ধ করা হয়, সারা দেশে সন্ধ্যা ৬টার পর থেকে সকাল ৬টা পর্যন্ত বাইরে বের হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল বন্ধের জন্যও প্রশাসন কড়াকড়ি আরোপ করেছিল।