আপিল বিভাগেও টিকল না বিসিএস পেছানোর আবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৫:৫৬ PM , আপডেট: ১৮ মার্চ ২০২১, ০৫:৫৬ PM
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে করা রিটটি আপিল বিভাগও খারিজ করে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে দেশের সর্বোচ্চ আদালত রিট আবেদনটি খারিজ করে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪১তম বিসিএস পেছানোর দাবিতে আন্দোলন করা পরীক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন, বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৪১তম বিসিএসের প্রিলি পেছানোর দাবিতে করা রিটের শুনানি হয়। শুনানিতে রিট আবদেনটি খারিজ করে দেয়া হয়েছে। আদালত জানিয়েছে, রিটটি করতে অনেক দেরি হয়েছে। এই মুহূর্তে কোনো আদেশ দেয়া সমীচিন হবে না। ফলে রিটটি খারিজ করে দেয়া হলো।
এর আগে গত মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চও ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর রিট খারিজ করে দেয়। পরে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্ত নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে পরীক্ষা পেছানোর কোনো ধরনের গুজবে কান না দেয়ার অনুরোধ করেছেন সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্মেদ। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহবান জানান তিনি।
নূর আহএমদ তার বিবৃতিতে বলেন, আগামীকাল (শুক্রবার) যথা সময়ে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানো হবে এমন ধরণের কোনো গুজবে কান না দিতে পরীক্ষার্থীদের অনুরোধ করা হলো।