দুই ডোজ টিকা নিলেও শতভাগ সুরক্ষিত না: ডা. এবিএম আব্দুল্লাহ

ডা. এবিএম আব্দুল্লাহ ও করোনা ভাইরাস
ডা. এবিএম আব্দুল্লাহ ও করোনা ভাইরাস  © ফাইল ফটো

প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, করোনা ভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার পরও এই ভাইরাস থেকে শতভাগ সুরক্ষা পাওয়া যাবে না। ফলে যারা টিকা নিচ্ছেন তাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।

বুধবার (১৭ মার্চ) নিজ অফিসে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া হচ্ছে। এই ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর ৯০-৯৫ ভাগ সুরক্ষা দেবে। ১০০ ভাগ সুরক্ষা কিন্তু দেবে না। ফলে দুই ডোজ টিকা নিলেও আমাদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।


সর্বশেষ সংবাদ