মেরিন ড্রাইভে বেড়াতে গিয়ে লাশ হলো স্কুলছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৯:২৬ PM , আপডেট: ১২ মার্চ ২০২১, ০৯:২৬ PM
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেটকারের চাপায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। তার নাম নুসাইবা রহমান রাইফা।
শুক্রবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে টেকনাফের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইফা এনজিও ফোরাম কর্মকর্তা শামসুর রহমান রিপনের বড় মেয়ে। সে কক্সবাজার আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়তো। নিহত রাইফার পৈত্রিক বাড়ি চাঁদপুরে।
নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মেরিন ড্রাইভ সড়কে বেড়াতে বের হয় রাইফা। এ সময় শাপলাপুর চেক পোস্টের কাছে মেরিন ড্রাইভে রাস্তা পার হচ্ছি রাইফা। তখন দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।