ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার, ২ এজেন্ট আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২১, ১০:৩৩ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২১, ১০:৩৩ AM
ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় শনিবার (৩০ জানুয়ারি) ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের অভিযোগে দুই দলের দুই এজেন্টকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আটককৃতরা হলেন- ধানের শীষের এজেন্ট আব্দুর রহিম ও নৌকার এজেন্ট আবুল হোসেন। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কেন্দ্রগুলোতে পুলিশ, র্যাব, বিজিপি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে। দুই পৌরসভার ১৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে দৌলতখানে ৪টি ও বোরহানউদ্দিনে ৪টি।
সূত্র জানিয়েছে, ভোলার বেরহানউদ্দিন ও দৌলতখান এ দুই পৌরসভায় ৫ মেয়র সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১ জন প্রার্থী। যাদের মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫।
দৌলতখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তৌহদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথায় কোনো সমস্যা নেই।
এদিকে একইসঙ্গে সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত টানা চলবে এ ভোটগ্রহণ। তৃতীয় ধাপে সবগুলো পৌরসভায় ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারের মাধ্যমে।
এ ধাপে ৬৪ পৌরসভায় ভোটের তফসিল হলেও আইনগত জটিলতা থাকায় পাবনার সুজানগর পৌরসভার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এদিকে কুমিল্লার লাকসাম পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শনিবার ভোটের প্রয়োজন হচ্ছে না।
নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, ৬২টি পৌরসভায় ২২৯ জন মেয়র পদে, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৫৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৩৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ৩ হাজার ৩৪৪ জন প্রার্থী তৃতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করছেন।