টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ৮ স্কুলছাত্র

সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা
সাইকেল প্রাপ্ত শিক্ষার্থীরা  © সংগৃহীত

স্কুলছাত্রদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের কামার নওগাঁ গাছপাড়া গ্রামের যুবসমাজ। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে আটজন স্কুলছাত্র।

শুক্রবার (১৫ জানুয়ারি) জুম্মার নামাজ পর ওই আট স্কুলছাত্রের হাতে পুরস্কার হিসেবে আটটি বাই সাইকেল তুলে দেয়া হয়।

জানা গেছে, ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ২৯ জন ছাত্র অংশগ্রহণ করে। এতে প্রথম হয়েছে অষ্টম শ্রেণির ছাত্র রাতুল মিয়া। এছাড়া দশম শ্রেণির ছাত্র নাসিম দ্বিতীয়, তাইম মিয়া তৃতীয়, চতুর্থ ইমন মিয়া, পঞ্চম নাজমুল মিয়া, ষষ্ঠ নিরব মিয়া, সপ্তম সিফাত ও অষ্টম হয়েছে সজিব মিয়া।

প্রতিযোগিতার আয়োজক প্রধান ফয়সাল আহম্মেদ জানান, গ্রামের সামাজিক অবক্ষয়রোধে ১০ থেকে ১৬ বছর বয়সী ছাত্রদের মোবাইল ও মাদকাসক্ত মুক্ত রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ