রক্ত দেওয়া ছাড়া কোনো সংগ্রাম সফল হয় নাই: নুর

কাওরান বাজার মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন নুরুল হক নুর
কাওরান বাজার মোড়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন নুরুল হক নুর  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর বলেছেন, রাজপথে রক্ত দেওয়া ছাড়া কোনো সংগ্রাম সফল হয় নাই, কোনো ত্যাগ ছাড়া ইতিহাসে সফলতা আসে নাই। ১৯৭১ সালের বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য, ১৮ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনাদের রক্ত দিতে হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাদের সংগ্রাম করতে হবে, রক্ত দিতে হবে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিনকে ‘ভোটাধিকার হরণের দিন’ আখ্যা দিয়ে বুধবার (৩০ ডিসেম্বর) ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ  এসব কথা বলেন তিনি।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান বলেন, বর্তমান সরকার জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় আসেনি। অনতিবিলম্বে সরকারকে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার আহব্বান জানান তিনি।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান বলেন, ৩০ ডিসেম্বর বাঙালির জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটি দুঃখের দিন। এই দিনে আমরা আমাদের ভোটাধিকার হারিয়েছিলাম। আমাদের গণতন্ত্র আমরা ফিরে পেতে চাই। আমাদের ভোটাধিকার আমাদের ফেরত দিতে হবে। তরুণ সমাজকে দমন করা যাবে না। বারবার আমরা রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করবো।

কালো পতাকা মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে কাকরাইল হলে, মালিবাগ-মৌচাক হয়ে কাওরান বাজার মোড়ে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ